আমি ডায়রি নিয়ে বসি,
লিখে ফেলি দিনের ব্যস্ততা,
কর্মময় জীবনের গাই জয়গান।
অহংকার মাথা তোলে,
ভাবনাগুলো দাগ কাটে,
সুখ-দুখ-আনন্দ-বেদনা মাখামাখি।
মসৃণ চলার পথে
গতি আর স্থিরতার মাঝে
চিন্তার বিবর্তন ঘটে।
নানাছোপে ভরে ওঠে ডায়রির পাতা।
তারপর, এগিয়ে যায় কাল,
সময়ের কাঁটা ঘোরে,
কাঁটাছেঁড়া, সংযোজনে
সাজে নবরূপে।
পাতাগুলো মলিন হয় ক্রমে,
খসে পড়ে একে একে,
স্মৃতিগুলো ঝাপসা হয়ে ওঠে।
একদিন, দিনলিপির শেষ পাতা
ঝড়ের দাপটে কাঁপে,
শেষ হয় জীবন-আখ্যান।