ভাবনা ডানা মেলে,
বিচিত্র তার গতি।
আশা বাস করে বুকের মাঝে,
তারপর ফিকে হয় ক্রমে,
একদিন উবে যায় কর্পুরের মতো।
নিরাশা জেগে ওঠে মনে।
ধীরে ধীরে ডালপালা ছড়ায় অন্তরে,
আষ্টেপৃষ্টে বাঁধে মন।
হঠাৎ কখন
আলোকের বিন্দু জ্বলে নিরাশা-আঁধারে।
হতভম্ব হয়ে বুদ্ধি
পাগলের মতো
অবিরাম বকে চলে।
আশা ও নিরাশা, এধারে ওধারে।
পেন্ডুলাম দোলে শুধু আপন খেয়ালে,
থেকে থেকে ঘন্টা বাজে,
ঢং, ঢং।