চলতে চলতে পথে সায়াহ্নের আলোকে
তোমায় দেখেছি আমি নানান ঝলকে
স্বপ্নের মায়াবিনীমতো।
তুমি এলে বসন্তের আগমনে,
বাসন্তী রঙের শাড়ী তোমার দেহে।
আমি চমকে উঠি,
তড়িৎপ্রবাহ খেলে যায় সারা গায়।
তোমার চোখে হীরকের দ্যুতি, পূর্ণিমার প্রতিফলন।
বললে, “আমি এসেছি’’।
গলা কেঁপে গেল আবেশে,
সারা শরীরে প্রত্যাশা নিয়ে শতরাগে রঞ্জিত তুমি।
আমি আবিষ্ট।
ভাবি মনে-
আকাশের চাঁদ আকাশে থাক,
কামনা লুপ্ত হোক হৃদয়ে,
স্বর্গ নামুক পৃথিবীতে।