অনেক দিয়েছো তুমি,
নিয়েছি দুহাতে।
অর্থের মালাখানি,
যশের কাহিনী আর
উদ্ধত অহংকার।


হৃদয় কঠিন মোর,
মজবুত অতি,
প্রেম বলে কিছু নেই আমার জীবনে,
দয়া, মায়া কথাগুলো দুর্বলের তরে।


সময় পালটায়-
মুছে যায় সুখস্বপ্ন হঠাৎ কখন।
দুঃস্বপ্নে কাটাই আমি বিনিদ্র রজনী,
চারিদিকে দেখি শুধু ধূ ধূ মরুভূমি।
এদিক ওদিক ছুটি,
নাই কিছু নাই।
অশ্রুবিন্দু ঝরে পড়ে,
বালুকা ভিজায়।
নিরুপায় হয়ে তাই তোমায় স্মরণ।
বুঝেছি এখন,
পাইনি কিছুই আমি জীবনের ধন।