শিশুরা খেলা করে,
আনন্দ, উচ্ছলতার ছোঁয়া লাগে,
জটিলতা জানে না ওরা,
জানে না বাস্তব কাকে বলে।
ফুরফুরে, সুন্দর, সরলতাভরা মন।


ওরা হাসে, কাঁদে, বায়না করে,
ভালোবাসার টানে ছুটে যায়,
জড়িয়ে ধরে, আদর করে,
ওদের মনে এখনো পড়েনি কঠিন প্রলেপ।
কোমলতায় ভরা মন,
নরম মাটির মতো।
নানা সাজে সেজে ওঠে ভবিষ্য-জীবনে।
শঠ ও নিষ্ঠুর মূর্তিগুলো
এখনো দেখেনি ওরা,
এখনো জানে না
ছলনা, বঞ্চনা কাকে বলে।
চাতুর্যের আবরণে
ঢাকেনি ওদের মন।


ওদের কাঁদিওনা,
ক্লিষ্ট কোরো না,
মনকে বাঁচতে দাও,
মনকে জানতে দাও।
ওরা মাতার সন্তান,
ওরা পিতার সন্তান,
ওরা বিশ্বের অমুল্য আধান।