তোমার বাঁশির সুর উতলা করে –
তাই আমি এগিয়ে চলি
দিশেহারা গোলকধাঁধায়।
বিপ্‌ বিপ্‌ শব্দের রেশ ধরে
হারিয়ে যাই, ছায়াপথে।
দূরান্তে আলোর ঝলকানি, বিচ্ছুরণের আভা।
কোথাও বা লুকানো অক্টোপাসের জাল।
আমি খুঁজি,
উঁকি মারি এদিক ওদিক,
প্রতিক্ষায় কাটে কাল।
আমার ভালোবাসা ঝরে পড়ে নিঃশব্দে।
নিভে যায় আশাদীপ।
তবু তুমি আছ
বাঁশির গানে আর কুয়াশা-আড়ালে।