আমি চলি –
ক্লান্ত হই,
যন্ত্রনায় ছট্‌ফট্‌ করি,
হতাশায় ঝুঁকে পড়ি,
হারিয়ে ফেলি প্রতিবাদ।
প্রতিরোধ করার শক্তিও নিঃশেষিত।
প্রশ্নগুলো আঁকুপাঁকু করে
হাসিটুকু সরে যায় দূরে,
আনন্দ মিশে যায়, নিরানন্দে।
বিষন্ন আভা ছড়িয়ে পরে, চতুর্দিকে।


বিমূর্ত ভাবনায় মগ্ন থাকি।


আশা ঝলকিয়ে ওঠে,
হাসি গম্‌গম্‌ করে,
বেদনা গান গায়,
সুখ ছট্‌ফট্‌ করে,
দুঃখের মায়াজাল ছিন্ন হয়,
আনন্দ ডানা মেলে ওড়ে,
তৃপ্তি ছড়িয়ে পড়ে বিস্বাদ জগতে।