অক্ষম করেছো যদি আমার মনন,
বিশাল জগত মাঝে অতি অসহায়।
যেখানে লাগাই হাত, চোখের পলকে
ব্যর্থতা আঁকড়ে ধরে, দু’পা পিছাই।
সফলতা হাতছানি দেয় বারবার,
প্রলুব্ধ হয়ে উঠি, ছুঁইতে ত্বরায়।
সাহসে বাড়াই হাত, মিলায় হঠাৎ,
শুন্যতা ঢেকে দেয় চোখের পলক।
জড়পদার্থের পিন্ড, হরেক রকম,
নির্জীব, বোধহীন, ক্ষমতাবিহীন।
অচল জীবন রহে সচলের মাঝে,
নিরাশার অলঙ্কারে শোভিছে কেমন!
সমস্ত শক্তি আজ করেছো হরণ,
ধুলায় লুন্ঠিত হয় অমর জীবন।