সমাজে বিচরণ করি আমি,
বাইন্ডিং এনার্জী বেঁধে ফেলে আমায়।
মিশে যাই সকলের সাথে
চলনে, বলনে, মননে।


পঞ্চভূতের রহস্য আমার দেহে,
বিন্দু বিন্দু রক্তকণা দিয়ে
সৃষ্টি করি অসংখ্য অণু।
দয়া, মায়া, প্রেম, ভালোবাসা,
রাগ, হিংসা, ক্রোধ, ঘৃণা,
দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা, বিবেক
আমার চারপাশে।
আমি বাঁধা পড়ি অদৃশ্য নাগপাশে।


তারপর এগিয়ে চলি,
হাসি-কান্না, সুখ-দুখের জালে জড়িয়ে পড়ি,
নানা আবর্তের মাঝে ঘুরপাক খাই।
অবশেষে একদিন,
নাগপাশ ছিন্ন করে
পঞ্চভূতে হয়েছি বিলীন।