আমি ক্রিস্টাল দেখি,
তিনটে মাত্রা তার,
নানা রং তাতে।


ক্রিস্টালের টানে আমি এগিয়ে চলি,
বৃত্তাকার প্ল্যানে মুগ্ধ হই,
কেন্দ্রের মাঝে দেখি মনুষ্য-সমাজ।
উচ্চ, মধ্য ও নিম্ন সম্পদ
উপবৃত্ত পথে শুধু করে আবর্তন।


ক্রিস্টাল ঘোরে
সমাজ-অক্ষের চারধারে।
এলিভেশনে দেখি
বর্নগুলো ঝলমল করে,
ভাষা গেয়ে ওঠে গান,
পোষাকের জৌলুষ হৃদয় মাতায়,
ভালোবাসা রশ্মিগুলো ছড়ায় চৌদিকে।


ক্রিস্টাল ভাসে,
সেকসানপর্দাজুড়ে মানুষের ঢল,
অসংখ্য বলয় ঘোরে তার চারপাশে,
মায়া ও মমতা, প্রেম ও বিবেক
সেজে ওঠে নানাসাজে, নানান আলোকে।
আলোকের ছটাগুলো দিগন্তে ছড়ায়।


ক্রিস্টাল কথা বলে,
ক্রিস্টাল গান গায়,
ক্রিস্টাল শেখায় আমায় জীবন-দর্শন।