ভাবি মনে,
অন্তরের মাঝে তুমি বিকশিত হয়ে
জীবন মহিমা কতো করেছো প্রকাশ।
সজীব প্রাণের সাড়া পৃথিবীর কোণে,
জেগে ওঠে প্রকৃতি, জেগে ওঠে ভ্রূণ,
ব্রহ্মার পরশ পেয়ে।
তারপর,
দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস,
মাস গড়িয়ে বৎসর,
আকাঙ্খার বীজ রোপন হয়, সময়ে।
পৃথিবীর বুকে সৃষ্টি হয় মানব কিংবা দানব।
প্রতি কোষে রক্তের প্রবাহ,
এভলিউশন ঘটে জীন হতে জীনে।
স্বর্গের দেবতা মূর্ত হয়ে ওঠে,
মর্তমানব এগিয়ে চলে,
দানব বাস করে পাতালে, নীরবে।