ক্ষমতা, অর্থ, প্রেম
বর্ণালী সৃষ্টি করে আমার মনে,
বিলাস-ব্যসনে মগ্ন আমি।
পাত্রভরা সুরার হাতছানি,
মদালসা চোখের চাহনি
বিচলিত করে।
আমার স্বপ্ন আমার চোখে।
হঠাৎ ঝড় এলো,
আমি দিগ্‌ভ্রান্ত,
ডুবতে ডুবতে অথৈ জলে
বেঁচে আছি কোনমতে,
বিসর্জন দিয়েছি অনেক কিছুই।
ঘাতবলে ভেঙ্গে গেছে আমার আশা,
ঊর্ধ্বপাতনে হারিয়ে ফেলি স্বপ্ন,
নিঃসঙ্গ আয়নের মতো আঁকড়ে ধরি সমাজকে।
আমার মতো অনেককে নিয়ে
সৃষ্টি হয় বিরাট ম্যানহোল।