চিন্তাগুলো ঘোরে তোমার চারপাশে
বৃত্তাকার পথে।
তোমার তীব্র আকর্ষণে
এস্‌কেপ্‌ ভেলোসিটি পায়নি কখনো।
তোমার উদাস চোখে থমকে আছে
অনন্তের ডাক, মহাশূণ্যের বিস্ফোরণ।
চল, এগিয়ে চলি একসাথে
অনন্তের পথে,
মিশে যাক্‌ অনুভুতি,
দূরে যাক্‌ মান অভিমান,
জাগুক ঘুমন্ত প্রেম দুজনার বুকে।
তারপর একদিন
মিশে যাব তুমি-আমি,
সৃষ্টি হবে মহা-অনুনাদ।