তোমায় বুঝতে পারিনি কোনদিন,
তাই রেগে উঠি কখনো কখনো।
ছন্নছাড়া পাগলের মতো
ঘুরে বেড়াই পৃথিবীর কোণে কোণে।
সৌন্দর্য্যাহত বোবা নয়নে
পাহাড়ের বুকে খুঁজি সবুজ বনানী,
সরলবর্গীয় আর গুল্মের সারি।
অসংখ্য গিরিখাতে কুলকুল ধ্বনি
আমায় উতলা করে।


তুমি সৃষ্টি-সৌন্দর্য্য লন্ডভন্ড করো,
ভেঙ্গে ফেলো সবকিছু,
ধ্বংসের দাপটে স্বপ্নগুলো
চুরমার হয়ে ঝরে পড়ে।
সুন্দরকে নিষ্পেষণ করো কসাইয়ের মতো,
হেসে ওঠো অশ্রুত তরঙ্গে,
কান্নায় ভেঙ্গে পড়ে আমার মন।


তারপর একদিন
চোখের সমুখে শুধু সৃষ্টির জোয়ার,
রাগ নয়, অভিমান শুধু গুমরায়।