মাটির স্বাদ ফিল করি আমি
নীরবে।
আম্লিক, ক্ষারীয়, প্রশম
দোঁয়াশ, এঁটেল, বেলে,
ভিন্ন স্বাদের ভিন্ন অনুঘটক।
মাটির সোঁদা গন্ধে ভরে আমার বুক।
অক্সিজেন ছড়িয়ে পড়ে মাঠের ধারে,
বনস্পতির তলায় আলো-আঁধারের খেলা,
আমি তপ্ত হই বিকিরণে-
সঞ্চালিত প্রাণের আবেগ।
পৃথিবীর কোণে কোণে
শত সহস্র বুকে ঢেউ তোলে,
জাগে অনুনাদ,
প্রতিধ্বনি আছড়ে পড়ে বারবার,
মাটি, মানুষ একাকার।