পাহাড় থেকে ঝরণাধারা নেমে আসে,
তার স্রোতে আমি ভেসে চলি,
ইতস্তত পাথরে ধাক্কা লেগে
সুর তোলে বারিধারা।
স্রোতস্বিনী গতিশীলা আপন খেয়ালে।
দুপাশে ন্যাড়া স্টোন, কখনো বা সবুজ বন,
দখিনে এগিয়ে চলে আমার মন।


তোমায় মনে পড়ে,
কুয়াশার আড়ালে তোমার মূর্তি
ইঙ্গিত করে এগিয়ে যেতে সমানে,
বন থেকে বনান্তরে, পাহাড় থেকে ভূমে।
শ্যামল শষ্যক্ষেত, মুখরিত ঘাট, হারিয়ে যায় কখন,
জনপদ পার হয়ে ভেসে ওঠে মোহনার বুক।


মোহাচ্ছন্ন হয়ে পড়ি,
কেঁপে উঠি বারবার,
চোখের দৃষ্টি ঝাপসা হয়,
অন্তর জেগে ওঠে,
দিব্য আলো ছড়িয়ে পড়ে চারদিকে।
এই তো তুমি!