তুমি আর আমি এগিয়ে চলি
জীবন-মৃত্যুর পথে, সরল গতিতে।
নিজেকে একটু একটু করে মেলে ধরেছো,
খুলেছো মনের পাপড়িগুলো, অজান্তে।
আমার মনের চঞ্চল কনাগুলি
মিশে গেছে তোমার হৃদয়ে।
তারপর একদিন,
তুমি আর আমি
মনের আকাশে সৃষ্টি করি নূতন অণু।
চলমান পৃথিবীর গতিময় প্রান।
লক্ষ লক্ষ অণুর আবর্তন।
কালের সিঁড়িগুলি এগিয়ে চলে
বিলুপ্তির পথে।


তাই বেলাশেষে –
রাগ আর অনুরাগে, মান আর অভিমানে,
সাম্যের ধ্বজা ওড়ে  মনের আকাশে।