আলো আসে,
সজনে পাতা কাঁপে,
নারকেলের ডগাগুলো মাথা তুলে দাঁড়ায়,
আকাশের মাঝে ছড়িয়ে দেয় তার অহংকার।
টুনটুনি ছুটে বেড়ায় নিমগাছে,
ছোট্ট ফলগুলো ঠোকর মারে উল্লাসে।
কচি নিমপাতা লালাভ আর হলুদ।
আলোকের বিচ্ছুরনে বর্ণালি সৃষ্টি করে।
সজনেডাঁটা ঝুলে থাকে থরে থরে
বসন্তের আগমনে।
প্রকৃতি জেগে ওঠে আপন খেয়ালে।
সাদা ফুল আর রক্তজবায়
ভরে যায় আমার বাগান,
রংবেরংযের ফুলের মাঝে
প্রজাপতির চঞ্চলতা দেখি।
ভাবি, আনন্দের শিহরণ ছড়িয়ে পড়ুক
পৃথিবীর কোণে কোণে,
বিমর্ষ মুখগুলো ঝলমল করুক
স্ফটিকের মতো।