একা আমি বসে আছি খোলা বাতায়নে,
অতীতের কত কথা ভীড় করে মনে।
কৈশোরের দিনগুলো হাসি দিয়ে ভরা,
যৌবন এসেছে দেহে, দিচ্ছে ইশারা।
দূরন্ত চঞ্চল মন ছুটছে তখন,
চাইছে ফোটাতে ফুল মনের মতন।
গ্যালিলিও, নিউটন ঘুরছে মাথায়,
জগদীশ, মেঘনাদ মনকে মাতায়।
স্বপ্নদেবতা যেন সাজে নবসাজে,
সত্যেন্দ্র, রমন আছে সকলের মাঝে।
ভাবার সাম্রাজ্য আর ফ্যারাডের দান,
কখনো করেছে মুক, কখনো অজ্ঞান।
তারপর বন্‌বন্‌ মাথা ঘুরে যায়,
কি যে করি! কোনমতে বুঝি নাতো হায়।
মাইকেল হৃদে ভাসে, বিষন্ন মনন,
বিশ্বকবি সাড়া তোলে জগতে তখন।
নবীন, সত্যেন্দ্র দেখি উল্লসিত মন,
জাগ্রত হয়েছে হিয়া, সুখের স্বপন।
স্বপন হারিয়ে যায় অজানা জগতে,
লুকিয়ে পড়েছি আমি শম্বুকখোলসে।