নববর্ষ পাতা খোলে,
ভরে ওঠে পত্রাবলী রামধনু রঙে ।
অসংখ্য ইকোয়েশন ভরেছে জীবন,
মরণের পথে পথে নানা সমাধান।
অজানা গনিত করে বিশ্ব নিয়ন্ত্রণ ।।
পদার্থের সূত্রগুলো আষ্টেপৃষ্ঠে বাঁধে,
প্রকৃতির মাঝে দেখি নিয়মের খেলা।
দিনের আলোক আর রাতের আঁধার,
ল’জগুলো সৃষ্টি করে কোন্‌ মায়াজাল।
সৃষ্টির রহস্য তুমি রেখেছো গোপন!
রসায়ন ব্যস্ত সদা সমাধান তরে,
বিজ্ঞানের জ্ঞানগুলো ফিকে হয় ক্রমে,
গোলকধাঁধায় পড়ে দিশেহারা হয়ে
খুঁজিছে মানব তোমায় যুগযুগ ধরে।
নিরাশার অন্ধকার ছেয়েছে আকাশ,
সন্ধান কি পেয়েছে কভু বিজ্ঞান সমাজ!
হাতছানি দাও তুমি ধর্ম আড়ালে,
কখনো জেগেছ মনে, কখনো উধাও।
মন নিয়ে লুকোচুরি, অপূর্ব খেলায়,
নেগেটিভ, পজেটিভ দ্বন্দ্ব অহরহ।
অদৃশ্য মায়াজাল ঢেকেছে ভুবন।।