জীবন ফানুসগুলো উড়ছে
আকাশের বুকে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু মতো।
দূরবীন দিয়ে দেখতে হয় এদের,
শক্তিশালী দূরবীন চাই।
চলতে চলতে পথে
কখনো বা ঝরে পড়ে,
কখনো চুপসে গিয়ে শূন্যে মিলায়।
ধরণী এগিয়ে চলে মহাশূন্যপথে।


বিরাট ফানুসগুলো উড়ছে
রং-বেরঙ্গের অর্থ-বাষ্প ভরে,
হাজার, লক্ষ, কোটির রঙ্গিন আলোকে।
আকাশের বুকে হোলির খেলা,
জড়তা-মাঝে জীবের সাড়া,
সেজে ওঠে বসুন্ধরা অপরূপ সাজে।