অনন্ত কাল ধরে
মরুময় প্রান্তরে, বনানীর মাঝে,
পাহাড়-পর্বত আর সাগরের জলে
বিস্তার করেছো তোমার শোভা।
মন ভোলানো সৌন্দর্য্যের ভিড়ে
সৃষ্টির অনন্ত রহস্য রয়েছে লুকানো,
বিশাল ব্যাপ্তি নিয়ে তোমার প্রকাশ।
বনানী ধ্বংস হয়, গড়ে ইমারত,
সমুদ্রের তীরে দেখি, বালুকার পরে
সৃষ্টি আর প্রলয়ের ঢেউ অবিরত,
সুন্দর কুৎসিত সব একাকার।
নব নব সৃষ্টির নব কৌশল।
সত্ত্ব, রজ, তম গুণ বেড়ায় সমুখে,
দয়া, মায়া, হিংসার অপূর্ব মিশ্রণ।
বিভ্রান্তির কালোছায়া ঢেকেছে ভুবন।