ধূসর জীবন,
নিরিবিলি মন,
রক্তঝরা প্রাণ,
অপেক্ষায় রত থাকে সুদীর্ঘ সময়।
শূন্য হৃদয় ভাবে
জীবনের সুধা হাতে,
কখন দাঁড়াবে উঠে বিষন্ন জীবন!
নবীন প্রভাত আসে
সূর্য-প্রিয়র মুখ চেয়ে,
প্রাণে প্রাণে তোলে আলোড়ন।
পাখির কূজন শুনি চারিদিক হতে,
প্রতিধ্বনি করে গম্‌গম্‌।
অনেক অনেক কথা রয়েছে গোপন,
অতীতের অন্ধকার কারাগারে,
হঠাৎ ঝলকে ওঠে উজল আলোক,
গতিজাড্য জেগে ওঠে মনে।


ঝড়, বিদ্যুৎ, বজ্রের ধ্বনি
নীরবে উপেক্ষা করে,
পথ চলে মন।
সামনে এগিয়ে চলে প্রদীপ্ত চেতনা।