সত্ত্ব, তম, রজ গুণ
সমাজের বুকে,
আপন মহিমা কত করেছে প্রকাশ,
সত্ত্ব এগিয়ে চলে
দুরন্ত গতিতে,
বাঁধ ভেঙে নানা গুণ হয়েছে বিকাশ।
জ্ঞানের পরিধি তার
দিগন্ত বিস্তৃত,
বিচারের মাপকাঠি সুউচ্চ পাহাড়,
চারপাশে আছে যত
সজীব পরাণ,
সবাপ্রতি সমদৃষ্টি, করুণা অপার।
কামনা ক্লিষ্ট হয়
কঠিন আঘাতে,
ক্রোধ যায় গড়াগড়ি তার পদতলে,
চিত্তমাঝে লোভ যবে
তোলে আলোড়ন,
নিমেষেতে ভস্ম হয় প্রশান্ত অনলে।
মোহেতে আচ্ছন্ন ধরা
ঘোর অন্ধকার,
তারি তরে করে শুধু আলোক-সন্ধান।
নিজেরে করেছে নিঃস্ব
জগতের তরে,
ওড়ায় ধরণীবুকে ন্যায়ের নিশান।
গর্ব দমন করে
আপনার গুণে,
বশীভূত অসূয়া প্রচন্ড শাসনে,
জীবনের আগমনী
প্রতি পদে পদে,
সর্বত্যাগী সন্ন্যাসী, সুন্দর ভুবনে।