তোমার মন বিশৃঙ্ক্ষল,
মন দিতে পারনা তুমি কিছুতে।
ক্ষুদ্র একটি বিন্দু, অর্থহীন,
কিন্তু অসংখ্য - শক্তির প্রচন্ড আধান।
তোমার মনের ইচ্ছেগুলো যদি একমুখী হয়,
যদি উচ্চ বিভব থেকে অবিশ্রান্ত ঢেউ আছড়ে পড়ে,
ভাবতে পারো, মহাপ্রলয়!


তাই, চায়ের কাপের দিকে চেয়ে
বসে থাকার সময় আর নেই,
নেই ধ্যানমগ্ন সন্ন্যাসীর মতো
পরকালের পাড়ি জোগাবার বাসনা।
চলো, বেড়িয়ে পড়ি,
মধ্যাহ্ন গগনের জ্বালা উপেক্ষা করে
এগিয়ে যাই।


এ পারের যাত্রা এ পারেই শেষ হোক,
পথ হোক মসৃণ, প্রাণে থাক স্বাধীনতা রেশ।
ভয়শুন্য চিত্ত আর জ্ঞানরূপ মন,
বিক্ষিপ্ত জীবনের হোক জাগরণ।