নূতন প্রভাত আসে।
মাথা তোলে অঙ্কুর মাটির আড়ালে,
সোহাগের স্রোতে ভাসে সকল জীবন,
সবুজের পৃথিবী মাতায় সকলে।


নুতন আলোক আসে।
দিবাকর তপ্ত করে বিষন্ন মনন,
পাতায় পাতায় খেলে রঙের বাহার,
সাড়া দেয় ম্রিয়মান অসাড় জীবন।


নুতন সকাল আসে।
আবিলতা ধূয়ে মুছে যায়,
ধৌত সড়কগুলো মৃদু মৃদু হাসে,
মনের গ্লানিমা যত সলাজে লুকায়।


নূতন জীবন আসে।
দিকে দিকে দেখা যায় পুলকিত মন,
প্রাণে প্রাণে ঢেউ খেলে আনন্দ-উচ্ছাস,
আঁধারে আলো জ্বালে দূরন্ত যৌবন।


নূতন আবেগ আসে।
ছড়ায় নীরবে প্রেম, জাগায় কম্পন,
সুখের স্বপ্ন ভাসে চোখের তারায়,
নব আর পুরাতনে হয়েছে মিলন।