অনেক বেদনা অনেক হতাশা
ভুলিতে চেয়েছি আমি,
তবু দেখি আজ জড়ায় কেবল
অতীতের কথা ও কাহিনী।
একদিন হেসেখেলে
বুকভরা দম নিয়ে
সকলের মাঝে ছিনু, রঙিন স্বপন নিয়ে।
সবকিছু মুছে গেছে, শুধু ছুটে চলি।
ভাবি মনে-
আরো জোরে ছোটা যায় নাকি!


অতীত, বর্তমান, ভবিষ্যত
চক্র যেন করেছে গঠন,
জীবনের পাতাগুলি অস্পষ্ট, মলিন,
হলদে ছোপ এখানে ওখানে।
তবুও পুরানো স্মৃতি রয়ে যায় বুকে।
দুর্ব্বোধ্য হরফে দেখি হিজিবিজি লেখা,
জটিল অতীত আর চলন্ত ভাবনা।
তারপর খালি পাতা,
মনে জাগে ভয়,
কি দিয়ে ভরাট হবে, তাই সংশয়!
দৃষ্টি যেথা দৃষ্টিহীন, শূন্য গহ্বর,
নিস্তব্ধ আঁধার হাসে ভবিষ্যত বুকে।