ঐ ছেলেটিকে দেখি,
এক্সরে ফটোর মত দাঁড়িয়ে,
কাঁপেনাতো কোনমতে সময়সমীরে।
অনাবৃত সভ্যতার এক মহীরুহ।
মিষ্টিকথা জীবনে শুনিয়াছে কত,
সজ্জিত কথাগুলি স্বর্গের সিঁড়ি,
জঠর রয়েছে শুন্য বহুদিন ধরে।
থাক্‌ তাতে ক্ষতি নেই,
সমুখেতে দেখা যায়
সুশোভিত জীবন-সায়র।
তাই ছুটে চলে দ্রুতপদে,
সভ্যতা-সমান্তরাল পথে,
হারজিত কে জানে কখন!


তবুও আশা জাগে বিনিদ্র আঁখিতে,
ক্লান্ত শরীর আর অসার জীবনে,
করুণ হাসির রেশ বেদনা লুকায়,
জীবন-মরন দোলে স্বপনের ঘোরে।
সুখ, দুখ, বেদনায়, আনন্দ, আহ্লাদে,
সংগ্রাম পথ চলে তার পাশে পাশে।