নানা চিন্তায় তুমি আচ্ছন্ন,
নানান কাজে তুমি ব্যস্ত,
নানান আঁচড়ে তুমি সকল সময়
ভরেছ আমার বুক প্রতি ক্ষণে ক্ষণে,
সবকিছু ধরে রাখি পরম যতনে।
জন্মলগ্ন হতে তুমি সময়ের সাথে
জীবনের পথ চলো যতদিন ধরে,
সহজ সরল কিংবা জটিল আবর্তে,
আমি শুধু ছবি আঁকি গভীর আবেগে।
বিন্দু প্রকাশ করে জন্মের ক্ষণ,
সময়প্রবাহ ছোটে দুরন্ত গতিতে,
সমকোণে ছুটে চলে জীবনের রথ,
বিভিন্ন রূপ ধরে সাহসী মনন।
সকল কাহিনী বুকে করেছি ধারণ।
সাদা, কালো, বিষন্ন, চঞ্চল মন
অসংখ্য দাগ কাটে আমার হৃদয়ে,
কখনো আলতো ছোঁয়ায়, কখনো গভীরে।
উত্থান-পতন গ্রাফ জ্বলজ্বল করে,
চোখের সামনে ভাসে জীবন-সড়ক।
তারপর একদিন থেমে যায় মন,
তখনি স্তব্ধ হয় আমার লিখন।