আলোর ঝলকানি ঝাপসা করে চোখ
অস্পষ্ট লাগে সব কিছু,
অপুর্ব দৃশ্য দেখতে পাই চারপাশে।
বোবা কথা বলে,
খোঁড়া পার হয় পাহাড়-পর্বত,
ফকির রাজা হয়,
জৌলুষ ছড়ায় চতুর্দিকে,
শান্ত সন্ন্যাসী শাসন করে, রাজদন্ড হাতে।
কখনো বা
রাজবেশ খসে পড়ে
দেহ হয় আচ্ছাদিত ভিখারির সাজে।


আবার কখন
নাস্তিক আস্তিক হয়,
জেগে ওঠে মমত্ত্ব মনের ভিতর।
ইন্দ্রিয় দমন করে
জিতেন্দ্রিয় বীর,
জ্বালায় অন্তরে আলো, জাগায় ধরণী।
খুন আর লুন্ঠনে
মশগুল যিনি,
সাধু আর সাধারন সকলে সমান।
পাপে লিপ্ত মন যার,
নাই ভ্রুক্ষেপ,
মুক্তির স্বাদ পান  হঠাৎ কখন!
মহামুনি, মহাকবি জগতের মাঝে।