সময় বেঁধেছে সেতু,
দুই প্রান্তে তার
জন্ম আর মৃত্যু রয়েছে দাঁড়ায়ে।
জীবন এগিয়ে চলে আপনার মনে,
পথের সম্পদ তোলে পরম আদরে।
খুশির আমেজ আর অবসন্ন মন
কর্মের আহ্বান সারাটা জীবন।
সকাল বিকাল কাটে রঙের খেলায়,
নীরব রজনী আনে সুখের স্বপন।


সময় এগিয়ে চলে চোখের পাতায়,
কত রূপ, কত সাজ হৃদয় মাতায়।
ঘটনাপ্রবাহ ঘটে, পুলকিত মন,
মোহজালে বেঁধে ফেলে নানা বিনোদন।
সে এক রহস্যে ভরা কুহেলী জগত,
মায়ার পরশ দিয়ে করেছে অবশ।


সময় কথা বলে সারাটি জীবন।
দেশ আর বিদেশের অজানা খবর
জীবনের পথে পথে বড় প্রয়োজন।
বিজ্ঞান প্রসার করে জ্ঞানের পরিধি,
আলোকের বন্যায় ভাসায় ভুবন।
ছোট বড় আলোড়ন পৃথিবীর বুকে,
বাস্তবের প্লাটফর্ম কাঁপিছে সমীরে।


সময়ের চাকা ঘোরে যুগ যুগ ধরে,
পবিত্র হোম জ্বলে শান্ত আশ্রমে।
সামগানে মুখরিত স্নিগ্ধ বাতাস,
কুসুম সুগন্ধ ছড়ায় প্রতি ঘরে ঘরে।
বেদমন্ত্র পূত করে সমস্ত ভুবন।
সাধক তপস্যা করে চর্ম আসনে,
দিনরাত একাকার হঠাৎ কখন,
কি যে পায় জানিনাতো, ভাবেতে বিভোর,
সময় হারিয়ে যায়, ধ্যানেতে মগন।