তুমি হারিয়ে গেছ অনেকদিন,
পৃথিবী ধরে রাখতে পারেনি তোমায়।
প্রতিটি পরমানু ছড়িয়ে পড়েছে চারধারে
ফিশানের প্রচন্ড বাত্যায়।
এগিয়ে চলেছ তুমি তরঙ্গের মত।
দোলগতির মতো তোমায় মনে পড়ে,
স্মৃতিগুলো ঢেউ তোলে ব্যথিত হৃদয়ে।


পুরানো সেদিনে
তুমি আর আমি সৃষ্টি করেছি অসংখ্য অণু।
তারপর,
একদিন প্রচন্ড আঘাতে তুমি ছিট্‌কে গেলে,
আমি পড়ে থাকি নিঃসংগ, অসহায়।
মহাশূন্যের অসীম নিস্তব্ধতায়
তুমি বাঁধা পড় নূতন বন্ধনে।