ঊষার আলোক আসে ধরণী ভাসায়ে,
ঘুমন্ত পরাণ জাগে মধুর ছোঁয়ায়,
কচি নিমগাছে নাচে ছোট টুনটুনি,
খেলে কত লুকোচুরি পাতায় পাতায়।
শালিখের-জোড়া বসে জানালার ধারে,
প্রাণের অনেক কথা বলে ঘাড় নেড়ে।
খুশির আবেগে ভাসে,
বিচিত্র ভঙ্গিতে নাচে,
স্বপ্নের ছোঁয়া লাগে উড়ন্ত ডানায়।


ঘুমের আবেশ কাটে, সুন্দর সকাল,
নিমগাছ ভরে যায় পাখী সমাগমে।
কখনো বা হলদে, খয়েরী, ধূসর,
কখনো বা মনোলোভা সবুজ, শ্যামল,
নানা রঙ্গের পাখী বসে গাছের উপর।
কূজন ভরিয়া তোলে সুনীল আকাশ,
তরঙ্গে তরঙ্গে পাতা করে ঝিলমিল।


ছটফটে কাঠবেড়ালী এদিক ওদিক
ছুটছে দ্রুতলয়ে, ছোট ছোট লাফে।
লেজটি উঁচু করে ডোরাকাটা পিঠে
খুসির ঝলক আনে সকলের মাঝে।


রজনীর শেষে,
আনন্দ ছড়িয়ে পড়ে নূতন আলোকে।