জন্মের শুভদিনে
ক্রন্দনের সুর
আনন্দের ঢেউ তোলে নূতন ভুবনে,
ক্রমে ক্রমে নানা খেলা
চলে অবিরাম
জীবন এগিয়ে চলে নানা শিহরণে।
হাসির দমক আর
বিষাদের ঢেউ
হৃদয় কাঁপায়ে তোলে প্রতি ক্ষণে ক্ষণে,
কর্মের দাপট চলে
সকল সময়,
কর্তব্য সাথে নিয়ে সামনে পিছনে।
মনোমাঝি সলিলেতে
করে ছটফট,
কখন ফুটিবে লিলি জীবন- সায়রে!
মন তাই সদা ব্যস্ত
নানা রূপ ধরে,
হানাহানি, মারামারি এখানে ওখানে।
আনন্দ বিগলিত,
অভিমান কাঁদে,
বিদ্রুপে ব্যথিত মন মাথা নীচু করে,
ঠাট্টা অনল বুকে
ধিকিধিকি জ্বলে,
সকলি ভুলিতে হয় বিরসবদনে।
লাভ আর লোকসান
লুকায় সলাজে,
হারজিত দ্বন্দ্বের হয় অবসান,
আঁখিদুটি জলে ভাসে
বিদায়ের ক্ষণে,
সমাপ্তি গেয়ে চলে বিরহের গান।