প্রকৃতি চলছে-
পুকুরের ধার ঘেঁষে,
বাঁশঝাড়ের পাশ দিয়ে,
মাঠের আল ধরে,
আঁকাবাঁকা নানা পথে,
দূর হতে দূরান্তরে।
বাবলা আর বটের ছায়ায়
কখনো বিশ্রাম করে।
সবুজের বন্যা পথের দুধারে,
ধানগাছ, পাটগাছ  আলোড়ন তোলে।
সবুজের আভা যেন জুড়ায় নয়ন,
সবুজের সমারোহ করে আবাহন।


প্রকৃতি চলছে-
কুঁড়েঘরের পাশ দিয়ে,
সাঁকো পার হয়ে,
গ্রাম হতে গ্রামান্তরে।
গবাদি পশু যাত্রা করে
মহাপ্রস্থানের পথে।
সবুজ হারিয়ে যায় ক্রমে,
ধুসর ঘাসের ছোপ এখানে ওখানে।
রোদের পড়ন্ত আভায়
বেদনার স্পর্শ লাগে হলুদ পাতায়।


প্রকৃতি চলছে-
ন্যাড়া গাছের ভিতর দিয়ে,
ঝরাপাতা মাড়িয়ে,
নুয়ে পড়া গাছের ফাঁকে,
ক্লান্তিকে সাথে নিয়ে।
কূজন নীরব থাকে আলো-আঁধারে,
সন্ধ্যা ঘোষিত হয় কাকের মিছিলে।


ধীরে ধীরে নেমে আসে গাঢ় অন্ধকার।