চলন্ত কালের বুকে চলে সংগ্রাম,
ক্রিয়া ও প্রতিক্রিয়া
প্রতি ক্ষণে ক্ষণে,
বিশ্বাস ও অবিশ্বাসে  দ্বন্দ্ব অবিরাম।


সাফল্য ঢেউ তোলে মনের ভিতর,
ব্যর্থতা কেঁদে মরে
নীরবে নিভৃতে,
হৃদয়ে আঘাত করে, করেছে কাতর।


আশা যদি অন্তরে উঁকিঝুঁকি মারে,
নানান ফসল তোলে
আপনার ঘরে,
নিরাশা ফোঁপায় বসে বেদনার ভারে।


জ্ঞানের আলোকধারা ভাসায় গগন,
অজ্ঞান ছুটে চলে
তার পিছু পিছু,
তমসায় ঢাকা পড়ে সমস্ত ভুবন।


সত্য আপনমনে চলেছে যখন
মিথ্যা হুঙ্কার ছাড়ে
প্রতি পদে পদে,
লজ্জা লুকায় মুখ আড়ালে তখন।


সৃষ্টি- তরঙ্গ আনে আনন্দ অপার,
প্রতিধ্বনি দিকে দিকে
করে গমগম,
অনাসৃষ্টি সব কিছু করে ছারখার।


মনের গগন ভাসে অপরূপ স্রোতে,
ব্যাপ্ত যদি চরাচর
বিপরীত ভাবে,
সাম্য এনেছে জগত অন্য জগতে।