তোমায় নিরন্তর খুঁজি।
চলার পথের দুপাশে বারবার তাকাই,
লোকালয়ে, জনাকীর্ণ বাড়ীর আড়ালে,
অসংখ্য যানবাহনের ভীড়ে,
তোমায় পাইনি কখনো।


তোমায় খুঁজে বেড়াই
গাছের ফাঁকে ফাঁকে,
পাতার মাঝে, ফলের বাহারে,
রঙ্গিন-ফুল-ভরা বাগানে,
প্রজাপতির বিচিত্র ডানায়।
তবুও পাইনি তোমায়।


তোমায় খুঁজতে খুঁজতে চলি।
আপদে-বিপদে, আশা-আকাঙ্খায়,
হাসি-কান্না-বেদনায়,
পাহাড়, পর্বত, সাগরে,
তুমি কোথায়!
তোমায় পাইনি এখনো।


অথচ তুমি আছো।
অলক্ষ্যে আমার পাশে পাশে চলো,
তোমার স্পর্শে কেঁপে ওঠে মন,
তোমার ইঙ্গিতে জেগে ওঠে প্রান,
তোমার নির্দেশে পথ চলি পায়ে পায়ে,
দিশাহীন অন্ধ চলে আপন খেয়ালে।


ব্যাকুল হই-
ধরতে চাই দুহাতে,
এগিয়ে যাই কতদূরে, কে জানে!
অবশেষে একদিন,
নিমিষে বিলীন হই মায়ার আলোকে।