আমার নাম অদৃষ্ট
নানা খেলায় ব্যস্ত থাকি আমি।
নিপুন হাতে চালনা করি শর,
আমি রূপহীন, আমি মায়াবিনী।
অসংখ্য তীরে ভরেছি আমার তূণ,
হাসি কান্না সুখ দুখ তাদের নাম।
আমি মায়াখেলা করি আপন মনে,
আমার তীরে আর্তনাদ ওঠে,
হৃদয় কাঁদে, ব্যথা গুমরায়।
আমি দেখি, আমি অলক্ষ্যে হাসি।
আমি ব্যথায় প্রলেপ দেই
আশাবাণে উজ্জীবিত করি
আনন্দশরে হিল্লোল তুলি
সৃষ্টিশরে সৃষ্টি করি জীবনের গান।


আমি অদৃশ্য,
আমি থাকি সবার মাঝে
সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ হয়ে।