চলেছে কামরিপু
ভয়ঙ্কর গতি,
মহাভক্ষক নাম তার, তৃপ্তিহীন অতি।
যত বেশী ভোগ করে
তত যায় বেড়ে,
পাপকারক মহাশত্রু মানব জীবনে।
দেহমাঝে বাসা বাঁধে
গোপনে গোপনে,
মনকে চালনা করে আপন খেয়ালে।
হাত ধরে বুদ্ধির
আপনার মত
ইন্দ্রিয় পালন করে আদেশ সতত।
ঢেকে দেয় জ্ঞানালোক
মায়াপর্দা দিয়ে,
জীবাত্মা মোহিত হয় কাম ছলাকলে।
ইন্দ্রিয় দমন করে
জিতেন্দ্রিয় বীর
রিপু তার সহজেই হয় যে স্থির।
নির্মল মন আর
পবিত্র মনন
জীবাত্মা জয় করে সমস্ত ভুবন।