জ্ঞান আর বিজ্ঞানে
তৃপ্ত অহরহ,
সকল বিকার হয় লুপ্ত যখন,
ইন্দ্রিয় বশীভূত
কঠোর শাসনে
অনায়াসে পা্র হন কঠিন জীবন।
মৃত্তিকা, কনক আর
অর্থ সকল
তার চোখে মনে হয় সমান তখন,
সুহৃদের ভালবাসা
হৃদয়ের মাঝে,
নানাদেশে আছে তার বন্ধু আপন।
শত্রু কোথাও নেই
হয়েছে বিনাশ,
প্রেমিক রয়েছে বসে অনাবিল সুখে,
সাধু আর পাপী যত
ভেদাভেদহীন,
প্রকৃতই শ্রেষ্ঠ তিনি ধরিত্রীর বুকে।