নাম তার আবুল সব কাজে
পাকাবে সে তালগোল।
বাজারে মনে নেই
টাকা তার কম নেই।
কিছু মনে থাকে না
এই নিয়েই ঝামেলা।
আনতে গিয়ে আলু
কিনেছে সে মুলা।
ভাত পানি খায় না
তার বউ ময়না।
রাগতার কম না
মুলা কেনো খাবে না?
আবুল তা বোঝে না,
রোজ বাঁধে ঝামেলা।
বউ করে গুনগুন
আবুলের নেই ঘুম।
সংসারে এতো জ্বালা
আনো আনো শুনতে
টাকা পয়সা গুনতে
ভুলে যায় সব কিছু মনতে।