রাগ অভিমানের পার্থক্যটা
দিন শেষে যে বুঝবে!
বিপদের দিনে শক্ত করে
হাত ধরে যে রাখবে!
আমার এমন একটা তুমি হলেই চলবে।


ভুল করলে শুধরে দিতে
চোখ রাঙিয়ে তাকাবে!
রোজ সকালে আযান শেষে
নামাজ পড়তে ডাকবে!
আমার এমন একটা তুমি হলেই চলবে।


দুপুর বেলা খাওয়ার আগে
যোহর খোঁজ করবে!
আসর মাগরিব ছুটে গেলে
মুখ ফুলিয়ে রাখবে!
আমার এমন একটা তুমি হলেই চলবে।


এশার নামাজ শেষে করে যে
একপ্লেটে খাওয়ার সঙ্গী হবে!
ঘুমাতে গিয়ে প্রতিদিন যে
মুলক শুনতে চাইবে!
আমার এমন একটা তুমি হলেই হবে।


সত্য মিথ্যার পার্থক্যটা যে
সদা মনের গেঁথে  রাখবে!
মধ্যে রাতে তাহাজ্জুদ পড়তে
জায়নামাজ বিছিয়ে ডাকবে!
দেরি করে ঘুম ভাঙলে রেগে
গিয়ে পানি ছুড়ে মারবে!
আমার এমন একটা তুমি হলেই চলবে।


সন্দেহ জেগে উঠলে মনে
আমার থেকে শুনবে!
যার হৃদয়ে আমার জন্য
ভালোবাসা বিহীন থাকবে! তবু ও
আমার প্রতি তার অগাধ বিশ্বাস রাখবে!
আমার এমন একটা তুমি হলেই চলবে
সব দুঃখে আনন্দে দিন কাটবে।