আপনাকে খুব করে মনে পরে
একাকিত্বের একা লাগা দিনে,
তখন চাঁদ, সমুদ্র কিছুই
ভালো লাগেনা, আপনাকে বিনে।
প্রথম সাক্ষাতে আপনার প্রতি যে-
অদ্ভুত অনুভূতি জেগেছিল দিলে,
আপনাকে ধরে রাখার সাধ্য ছিল না
তবুও সাধছিলো মনে।
বার বার বলতে চেয়ে যে কথা
বলতে পারিনি ভয়ে,
সব ভয় জয়-করে যখন বলেই দিলাম
আপনাকে ভালোবাসি।
তখন আপনি উপহাসের হাসি
হেসে বললেন ভালোবাসা কী!
এটা শুধুই আর্কষনের অনুভূতি
সেই দিন হয়তো ভুলেই গিয়েছিলেন
অপেক্ষা আগুনে পুড়ে পুড়ে যে
হৃদয়ে হয়েছে ক্ষয়,
তাকে আর্কষণ নাহি বলে
তাকে ভালোবাসা কয়।