আষাঢ় মাসে মেঘলা আকাশ
বাদল নামে হঠাৎ হঠাৎ
গুড়ুম গুড়ুম মেঘের আওয়াজ
বজ্রপাত হয় যেথায় সেথায়।


পাখ-পাখালি গাছের ডালে
লুকিয়ে আছে আপন নীড়ে
বাবুইপাখি প্রকৃতি দেখে
বৃষ্টিতে তার মাথা ভেজে।


খালবিল সব কানাই কানাই
উঠেছে ভরে বাদলের ধারায়
মেঠোপথ গুলো পূর্ণ কাঁদায়
জোরে হাঁটা যায় না সেথায়।


বালক গুলো ফুটবল হাতে
দৌড়ে বেড়ায় মাঠে মাঠে
মৃত্তিকা থেকে বর্ষার শেষে
নতুন বৃক্ষ গজিয়ে ওঠে।