বৈশাখ মাসে প্রখর তাপে
আম-কাঁঠাল পেকে পেকে
গাছে ঝুলে আছে
খাল-বিল শুকিয়ে পানি গেছে নেমে।
মাঠ ঘাট চৌচির হয়ে গেছে ফেটে
হঠাৎ করে কালো মেঘে
আকাশ নিয়েছে ঢেকে।
পশ্চিম দিক থেকে ঘূর্ণি পাকে
ঝড়ো হাওয়া আসছে যে ধেয়ে
ঘড় বাড়ির চালা গুলো,
কেঁপে কেঁপে ওঠে।
গাছগুলোর ডাল পালা ভেঙে
মাটিতে রয়েছে পরে
কিশোরীরা আম কুঁড়াই
ঝুড়ি হাতে নিয়ে।