বসন্ত বাতাসে শুভ্র নিশিতে
চারিদিকে মুখরিত ফুলের সুবাসে।
সবুজ পাতার ভাঁজে ভাঁজে
কত শত রং নিয়ে
ফুল গুলো ফুটে আছে
গাছ গুলো সদা হাসি হাসি প্রাণ।
বসন্তের আগমনে প্রকৃতি আজ
যেনো পেয়েছে ফিরে তার প্রাণ।
সেই আনন্দে ককিল গায় তার গান।
দক্ষিণা বাতাসে ফুল গুলো
যেনো নাচে চলেছে আবিরাম।
মৌমাছি উড়ে উড়ে নেই তার ঘ্রাণ
বসন্ত প্রকৃতির অপরূপ দান
যেদিকে তাকাই নয়ন জুড়ায়।