আপন মনের দুঃখ গুলো
যত্ন করে পুশতে পারি,
দুঃখ আমি বন্দী করে
মিষ্টি করে হাসতে পারি।
দুঃখ আমায় ছোঁয় নাই তই
হাসির দুঃখের ঘিনায় রই।
আমার কোনো দুঃখ বলে
চাইনা কভু এই ধারাতে কারো,
মন খারাপের কারণ হতে।
বিষাদ গুলো আক্রালে কী
মানব জীবন শ্রেষ্ঠ হয়?
এই ধারাতে সবারিতো দুঃখ হয়
হাসিতো শুধু মানব ওষ্ঠে সৌভা পায়।
বিষাদ ভুলে হাসতে পারলেই
সবাই তাকে সুখি কয়।