দূর্নীতি! দূর্নীতি! দূর্নীতি!
কোথায় থেকে এলো এই নীতি,
আর কেইবা করলো এই নীতিরী চাষ?
আমার যদি বিবেক গড়ি
সমাজটাকে নতুন করি,
ধ্বংস হবে এই সকল নীতির চাষ।
আজ সমাজে চায়ের দাম
লক্ষ কোটি টাকা!
সরকার তোমায় কিসের জন্য
দিচ্ছে বেতন ভাতা?
কেনো তুমি অন্যের টাকায়
চা বিস্কুট কিনে খাবা।
আসুন আমার সবাই মিলি
এই নীতিকে এড়িয়ে চলি,
সমাজটাকে সুস্থ করি
নতুন করে গড়ে তুলি।