গ্রীষ্ম কালের উষ্ণ হাওয়া
উত্তপ্ত ভূমি, শুকিয়ে যাচ্ছে
খাল বিলের ঐ পানি।


মেহগনি আর সোনালু যাচ্ছে ফুটে
কামিনী আর জারুল ফুলের
গন্ধ  আসছে ভেসে।


আম কাঁঠাল আর লিচু পেকে
ঝুলচ্ছে গাছের ডালে
জাম খাচ্ছে পাখপাখালি মনে সুখে
গাছের ডালে বাসা বেঁধে।


হাট বাজারে ফলের মেলা
সকাল বিকাল সাঁঝে
এ গরমে কৃষাণ ছেলে
ঘামছে রোদের তাপে।