আম খেলে রোগপতিরোধ ক্ষমতা যায় বেড়ে
হৃদরোগের ঝুঁকি কমায় তারুণ্য রাখে ধরে।
কাঁঠাল হলো শক্তিবর্ধক বাড়াই মুখের রুচি
বেশি খেলে হজমশক্তির হতে পারে ক্ষতি।


জাম খেলে রক্ত বাড়ে দৃষ্টি শক্তি প্রখর করে
স্নায়ুশক্তি বৃদ্ধি সাথে সংক্রমন রোগ রোধ করে।
ক্যান্সারের ঝুঁকি কমিয়ে আনে
তরমুজ খেলে গরমের দিনে  ক্লান্তি করে দূর।


ঠান্ডা বেলের শরবত খেতে কেউ করোনা ভুল
আমাশয় আর ত্বকের ব্রণ করবে তোমার দূর।
বাঙ্গি খেলে উঠবে না আর চুল
ক্ষুধামান্দ্যা যাবে চলে হবে ভালো ঘুম।


আনারস খাও বেশি করে হজমশক্তি বৃদ্ধি করে
জ্বর তারাবে এক নিমেষে।
লিচু খাও মজা করে রক্তচাপ নিয়ন্ত্রণ করবে
পেঁপে খেলে শক্তিবাড়ে ওজন কমে সাহায্য করে।